পৃথিবীর গতিসমূহ

অধ্যায় – ২

  1. পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে – পশ্চিম থেকে পূর্বে ৷
  2. ‘সূর্যই সৌজগতের কেন্দ্রে আছে,আরপৃথিবী সহ অন্য গ্রহরা নিজের নিজের অক্ষের চারিদিকে ঘুরতে এক একটি নির্দিষ্ট কক্ষপথের ঘুরছে’ একথা কে বলেছেন – পোলান্ডের জোতিবিজ্ঞানি নিকোলাস কোপারনিকাস ৷
  3. পৃথিবীর গতি কয়টি – দুটি (ক) নিজের মরুদন্ডের বাঈ অক্ষের চারিদিকে আবর্তন গতি (খ) নিজের কক্ষপথের সূর্যের চারিদিকে পরিক্রমণ গতি ৷
  4. পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে – ৬৬/ডিগ্রি ৷
  5. অহ্নিক শব্দের অর্থ কি – ‘অহ্ন’ শব্দ থেকে আহ্নিক শব্দের উৎপত্তি এর অর্থ দিন ৷
  6. পৃথিবী সূর্যকে আবর্তন করতে কত সময় নেয় – ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড ৷
  7. পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় – নিরক্ষরেখায় ( ১৬৬৬ কিমি/ঘন্টা) ৷
  8. কর্কটক্রান্তি রেখায় পৃথিবীর অবর্তন বেগ কত – ১৫৫০ কিমি/ঘন্টা ৷
  9. কুমেরু বৃত্তে পৃথিবীর অবর্তন বেগ কত – ১২৭৫ কিমি/ঘন্টা ৷
  10. কলকাতায় পৃথিবীর অবর্তন বেগ কত – ১৫২০ কিমি/ঘন্টা ৷
  11. পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝ – পৃথিবী নীজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এক পৃথিবীর আবর্তন গতি বলে ৷
  12. পৃথিবীর আবর্তন গতির ফলাফল কি কি – (ক) দিন ও রাত্রি সংঘটিত হয় (খ) জোয়ার ভাটার সৃষ্টি হয় (গ) সূর্যোদয় ও সূর্যাস্ত হয় (ঘ) উদ্ভিদ ও প্রাণিজগৎ সৃষ্টি হয় ৷
  13. ছায়াবৃত্ত কি – আলো ও অন্ধোকারের সীমান বরাবর যে কাল্পনিক বৃত্ত রেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে ৷
  14. পৃথিবীর অবর্তন গতি না থাকলে কি হত – পৃথিবীর যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়ত সেখানে হত চিরদিন আর যে অর্ধেক অংশে অন্ধকার থাকত সেখানে চিররাত্র সংঘটিত হত ৷
  15. ভোর বা প্রভাত কখন হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত হয়, সই জায়গায় ভোর বা প্রভাত হয় ৷
  16. পৃথিবীতে কখন সন্ধ্যা হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে স্থান আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে অন্ধকার অংশে যায় তখন সেখানে সন্ধ্যা হয় ৷
  17. ঊষা কখন হয় – সূর্য উথার ঠিক আগে বায়ুমন্ডলের ধুলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পূর্ব অকাশে যে ক্ষিণ আলো দেখা যায় তাকে ঊষা বলে ৷
  18. গোধুলি কাকে বলে – সূর্যাস্তের পর বায়ুমন্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গোধুলি বলে ৷
  19. পৃথিবীর পরিক্রমণ বেগ কত – সেকেন্ডে ৩০ কিলোমিটার ৷

গ্রহরূপে পৃথিবী

গ্রহরূপে পৃথিবী

  1. কোন দেশের নাবিকরাই প্রথম ধারণা করে যে পৃথিবীর আকৃতি হল জল ভর্তি থালায় বসানো অর্ধেক আপেলের মত – ফিনল্যান্ডের অধিবাসী ফিনিশীয় নাবিকরা ৷
  2. পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল (spherical)  কে প্রথম বলেন – যীশুখ্রিষ্টের জন্মের ৬০০ বছর আগে গ্রিক পন্ডিত পিথাগোরাস একথা বলেন৷
  3. ‘পৃথিবী আসলে গোলাকার’ একথা কে বলেন – যিশুখ্রিষ্টের জন্মের ২০০ বছর আগে গ্রীক দার্শনিক এরাটোসথেনিস একথা বলেন৷
  4. পূর্ণ চন্দ্রগ্রহনের সময় চাঁদের উপর পড়া পৃথিবীর ছায়ার প্রান্তভাগ দেখে কে সিদ্ধান্ত গ্রহন করেন যে,প্রকৃত গোলকের মতোই পৃথিবীর আকৃতি – গ্রীক সম্রাট আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল ৷
  5. দিগন্ত রেখা কি – সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে , জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে৷ এই কাল্পনিক রেখা কে দিগন্ত রেখা বা Horizon বলে ৷
  6. কয়কজন ভূ পর্যটকগণের নামকর যারা জলপথে পৃথিবী ভ্রমন করে আবার সই স্থানেই ফিরে আসে – কুক,ম্যাজেলান,ড্রেক প্রমুখ ৷
  7. মহাকাশচারীরা মহাশূণ্য থেকে পৃথিবীকে কেমন দেখেছেন – উজ্বল নীল গোলকের মতো ৷
  8. পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী কে – ইউরি গ্যাগারিন ৷
  9. কোন মহাকাশযানে করে তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন – ১৯৬১ সালের ১২ ই এপ্রিল মহাকাশ যান স্পুটনিকে চড়ে তিনি পৃথিবী ভ্রমণ করেন৷
  10. ইউরি গ্যাগারিন মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখেন – তার মতানুসারে, পৃথিবীকে দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মত ৷
  11. মানুষ কবে প্রথম চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করে – ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ শে জুলাই ৷
  12. চন্দ্রপৃষ্ঠে কে কে অবতরণ করে – নীল আর্মস্ট্রং, এডউইন অ্যালড্রিন, কলিন্স ৷
  13. পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত – ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ৷
  14. চাঁদ থেকে তার পৃথিবী কে কেমন দেখেছিল – দাদা ও নীল রঙের একটা মন্ডলের মতো ৷
  15. পৃথিবী চাঁদের চেয়ে কতগুন বড় – ৫০ গুন ৷
  16. মহাকাশ চারিদের কাছে মহাকাশ কেমন – ঘোর কালো ৷
  17. বিশ্বের প্রথম মহিলা মহাকাশ চারীর নাম কি – ভ্যালেন্তিনা তেরেশকোভা ৷
  18. প্রথম ভারতীয় মহাকাশ চারীর নাম কি – রাকেশ শর্মা ৷
  19. নীল গ্রহ (Blue Planet) কাকে বলে – পৃথিবী ৷
  20. মহাকাশ থেকে পৃথিবীর মরুভূমি অঞ্চল ও সুমেরু অঞ্চল কে কোন রঙের দেখায় – মরুভূমি অঞ্চল কে রক্তাভ হলুদ ও দুই মেরুকে ঝকঝকে সাদা দেখায় ৷
  21. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত – ৬৪০০ কি.মি.
  22. অভিগত গোলক বা উপগোলক কাকে বলে – যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বা উপগোলক (oblate spheroid) বলে ৷
  23. পৃথিবীর নিরক্ষীয় ব্যস কত – ১২৭৫৭ কিমি ৷
  24. পৃথিবীর মেরু ব্যস কত – ১২৭১৮ কিমি ৷
  25. পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত – ৪৩ কিমি ৷
  26. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফিত কেন – কেন্দ্রবিমুখ শক্তি ( Centrifugal Force )
  27. পৃথিবীর অভিগত গোলাকৃতির একটি অপ্রতক্ষ্য প্রমাণ লেখ – পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ৷
  28. নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটি বিবৃত কর – যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যতদুরে অবস্থান করে তাপ উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তত কম ৷
  29. পৃথিবী পৃষ্ঠে কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয় – মেরুতে ৷
  30. পৃথিবী পৃষ্ঠের সর্ব্বোচ্চ স্থানের নাম কর – হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট ৷ (৮৮৪৮ মিটার )
  31. পৃথিবীর সর্বনিন্ম স্থানের নাম কর – প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত (গভিরতা ১১০০০ মিটারের বেশি)
  32. পৃথিবীর বন্ধুরতার প্রসার কত – প্রায় ২০ কিমি ৷
  33. Geoid কথার অর্থ কি – Earth Shaped.
  34. পৃথিবীর কোন মেরুর দিকে চাপ – দক্ষিণমেরু ৷
  35. জিয়ড কি – পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মত – একে ইংরেজিতে জিয়ড বলে ৷
  36. সৌরজগৎ বা সূর্যপরিবার বলতে কি বোঝ – সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোটো বড় গ্রহ যার সূর্যের চারিদিকে ঘুরছে তাদের একসঙ্গে বলে সৌরজগৎ বা সৌরপরিবার ৷
  37. পৃথিবীর গ্রহের সংখ্যা কত – ৮ টি ৷
  38. ‘কুলীন গ্রহ’ গুলির নাম কর – যে সব গ্রহ নিজেদের কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে তাদের কুলীন গ্রহ বলে – এগুলি হল – (ক) বুধ (খ) শুক্র (গ) পৃথিবী (ঘ) মঙ্গল (ঘ) বৃহস্পতি (ঙ) শনি (চ) ইউরেনাস (ছ) নেপচুন
  39. সূর্যের বহিঃস্থ গ্রহের নাম কর – বৃহস্পতি , শনি , ইউরেনাস, নেপচুন ৷
  40. সূর্যের অন্তঃস্থ গ্রহের নাম কর – বুধ, শুক্র,পৃথিবী,মঙ্গল ৷
  41. সূর্যের নিকটতম গ্রহের নাম কি – বুধ (৫.৭৬ কোটি কিমি)
  42. রাক্ষুসে গ্রহ কাকে বলে – বৃহস্পতি,শনি,ইউরেনাস,নেপচুন আয়াতনে খুব বড়ো তাই এদের রাক্ষুসে গ্রহ বলে ৷
  43. সূর্যের দুরতম গ্রহের নাম কি – প্লুটো (৫৯০ কোটি কিমি)
  44. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি – বৃহস্পতি (ব্যাসার্ধ ৭১৪৯২) ৷
  45. ‘লালগ্রহ’ নামে কে পরিচিত – মঙ্গল ৷
  46. সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি – শুক্র ৷
  47. বামন গ্রহ কি – যে গ্রহ তার কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারেনা তাকে বামন গ্রহ বা Dwarf Planet বলে ৷ যেমন – প্লুটো ৷
  48. সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে – পৃথিবী ৷
  49. কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি বেশি – বৃহস্পতি ৷
  50. কোন গ্রহের সবচেয়ে উপগ্রহ সংখ্যা বেশি – বৃহস্পতি ( ৬৭ টি )
  51. কোন গ্রহকে বলয় গ্রহ বলে – শনি ৷
  52. কোন গ্রহকে সবুজ গ্রহ বলে – ইউরেনাস ৷
  53. সূর্যকে আবর্তন করতে কোন গ্রহ সবচেয়ে কম সময় নেয় – বৃহস্পতি ৷
  54. কোন গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তন বেগ বেশি – শুক্র ৷
  55. অন্তঃস্থ গ্রহদের মধ্য বৃহত্তম কে – পৃথিবী ৷
  56. পৃথিবীতে আনুমানিক প্রাণি ও উদ্ভিদের সংখ্য কত – পৃথিবীতে প্রায় ১০ লক্ষ প্রাণি ও ৩ লক্ষ ৫০ হাজার উদ্ভিদ প্রজাতি আছে ৷
  57. পৃথিবীর ভূমিভাগের গড় তাপমাত্রা কত – ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷
  58. পৃথিবীতে অনুমানকি কত বছর আগে প্রাণের অস্থিত্ব দেখা যায় – ৩০০ কোটি ৷
  59. পৃথিবীর জলভাগের পরিমাণ কত – ৭১.৪ ডিগ্রি ৷
  60. পৃথিবীর বৃহত্তম পরিধী কত – ৪০০৭৭ কিমি ৷
  61. পৃথিবীর ভূ-পৃষ্ঠের ক্ষেত্রফল কত – ৫১ কোটি ১ লক্ষ ৯৩৪ বর্গকিমি ৷
  62. পৃথিবীর আয়তন কত – ১০৮৩৩১৯৭৮০০০০ ঘনকিমি ৷
  63. পৃথিবীর পরিধি প্রথম কে পরিমাপ করেন – এরাটস্ থেনিস ৷
  64. এরাটস্ থেনিসের মত অনুযায়ি পৃথিবীর ব্যাসার্ধ কত – প্রায় ৭৩৫৮ কিমি ৷
  65. GPS এর পুরো নাম কি – Global Positioning System .
  66. GPS ব্যবস্থা কটি কৃত্তিম উপগ্রহ থেকে কার্যকরি হয় – ২৪ টি ৷
  67. পৃথিবীকে কেন নীল গ্রহ বলে – ভূপৃষ্ঠের অধিকাংশই সমুদ্রের জলে ঢাকা বলে পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশই নীল রঙের দেখাই, এই কারনে পৃথিবীকে নীল গ্রহ বলে ৷
  68. উপকূলের দিকে অগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে – মাস্তুল ৷
  69. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম বলেন – কোপারনিকাস ৷
  70. ‘টাইটান’ কার উপগ্রহ – শনি ৷
  71. কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই – বুধ ও শুক্র ৷
  72. যত উপর থেকে দেখা হবে দিগন্ত রেখার কি পরিবর্তন হবে – দিগন্ত রেখা বেড়ে যাবে ৷
  73. পৃথিবীর উৎপত্তি হয় কবে – প্রায় ৪৫০ কোটি বছর আগে ৷
  74. শনি ছাড়া আর কোন গ্রহের বলয় আছে – ইউরেনাস ৷
  75. সূর্য কোন গ্যালক্সির অন্তর্গত – আকাশগঙ্গা ৷
  76. মঙ্গলের দুটি উপগ্রহের নাম কর – ফোবস ও ডাইমোস ৷
  77. সবচেয়ে বড়উপগ্রহের নাম কি – বৃহস্পতির গ্যানিমিড উপগ্রহ ৷
  78. ইউরেনাসের রঙ সবুজ কেন – মিথেন গ্যাস বেশি থাকার জন্য ৷
  79. মঙ্গলের রঙ লাল কেন – মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড ( লোহা) থাকার জন্য ৷
  80. সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি – ইউরেনাস ৷

ভূগোল ( অষ্টম শ্রেণি )

  1. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি – নয়টি ৷
  2. ভারতের প্রতিবেশী দেশ গুলির নাম লেখ – ভারতের প্রতিবেশী দেশগুলি হল – (১) নেপাল (২) ভুটান (৩) শ্রীলঙ্কা (৪) পাকিস্থান (৫) মায়ানমার (৬) বাংলাদেশ (৭) মালদ্বীপ (৮) চীন (৯) আফগানিস্থান ৷
  3. কোন প্রতিবেশী দেশের তিন দিকে ঘিরে রয়েছে ভারতের সীমানা – বাংলাদেশ ৷
  4. কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে – চীন,নেপাল,ভূটান,বাংলাদেশ,মায়ানমার,পাকিসথান,আফগানিস্থান৷
  5. সম্পূর্ন স্থলভাগ বেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখ – নেপাল ও ভূটান ৷
  6. ভারত ও শ্রীলঙ্কা কোন প্রনালী দ্বারা বিচ্ছিন্ন ? – পক্ প্রনালী ৷
  7. ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করে আছে ?- পশ্চিমবঙ্গ ও সিকিম ৷
  8. আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করে আছে – পশ্চিমবঙ্গ ও সিকিম ৷
  9. এমন দুটি দেশের নাম লেখ যাদের সমুদ্র বন্দর নেই – নেপাল ও ভূটান ৷
  10. আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখ – পাকিস্থান ৷
  11. কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশিল – নেপাল ও ভূটান ৷
  12. ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে জলপথে বাণিজ্য করে ?- শ্রীলঙ্কা ও মালদ্বীপ ৷
  13. পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে ?- আসাম,মেঘালয়,ত্রিপুরা,মিজোরাম ৷
  14. প্রতিবেশি দেশগুলি কোনটি কোন দেকে ? – পূর্বদিকে – বাংলাদেশ,মায়ানমার পশ্চিমদেকে – পাকিস্থান,অফগানিস্থান   উত্তরদিকে আছে – চিন,নেপাল,ভূটান  দক্ষিনদিকে – শ্রীলঙ্কা,মালদ্বীপ ৷
  15. SAARC কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৮৫ সালে ৷
  16. SAARC এর পুরো নাম কি – South asian association for regional and co operation.
  17. SAARC কটি দেশ নিয়ে গঠিত – SAARC আটটি দেশ নিয়ে গঠিত (১) বাংলাদেশ (২) নেপাল (৩) ভূটান (৪) শ্রীলঙ্কা (৫) পাকিস্থান (৬) মালদ্বীপ (৭) ভারত (৮) আফগানিস্থান ৷
  18. SAARC কি উদ্দেশ্যে গঠিত হয় – ভারত ও তার প্রতিবেশী দেশমিলে শান্তি,স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে SAARC গঠিত হয় ৷
  19. নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি ? এর উচ্চতা কত ?- মাউন্ট এভারেস্ট, উচ্চতা : ৮৮৪৮ মিটার ৷
  20. নেপালের প্রধান নদীর নাম কি – কালিগন্ডক ৷
  21. নেপালের রাজধানীর নাম কি – কাঠমান্ডু ৷
  22. নেপালের প্রধান প্রধান শহরের নাম কি ? – পোখরা,বিরাটনগর,জনকপুর৷
  23. ভূটানের উচ্চতম শৃঙ্গের নাম কি ? – কুলকাংড়ি (৭৫৫৪মি) ৷
  24. ভূটানের প্রধান নদীর নাম কি? – মানস ৷
  25. ভূটনের রাজধানীর নাম কি ? – থিম্পু ৷
  26. ভূটনের প্রধান ভাষার নাম কি ? – জাংথা ৷
  27. ভূটনের প্রধান শহরগুলি কি কি ? – ফুন্টশোলিং,পারো,পুনাখা৷
  28. কোন দেশ কে ‘বজ্রবিদ্যুতের দেশ’ বলা হয় – ভূটান কে ৷
  29. ভূটান কে বজ্রপাতের দেশ বলে কেন – ভূটানে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে ভূটানকে বজ্রপাতের দেশ বলে ৷
  30. বাংলাদেশের প্রধান নদীর নাম কি – মেঘনা ৷
  31. বাংলাদেশের রাজধানীর নাম কি – ঢাকা ৷
  32. বাংলাদেশের সর্বচ্চ শৃঙ্গের নাম কি – কেওক্রাডাং৷
  33. বাংলাদেশের প্রধান প্রধান শহরের নাম কর – চট্টগ্রাম,শ্রীহ্ট্ট,খুলনা৷
  34. বাংলাদেশের কোথাকার তাঁতের কাপড় বিখ্যাত – টাঙ্গাইল ৷
  35. বাংলাদেশের কোথাকার মসলিন কাপড় জগৎ বিখ্যাত – ঢাকা ৷
  36. বাংলাদেশের প্রধান ভাষার নাম কি – বাংলা ৷
  37. মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি – কাকাবোরাজি (৫৫৮১মি)
  38. মায়ানমারের প্রধান নদীর নাম কি – ইরাবতি ৷
  39. মায়ানমারের প্রধান ভাষার নাম কি – বর্মি ৷
  40. মায়ানমারের রাজধানীর নাম কি – নেপাইদাউ ৷
  41. মায়ানমারের প্রধান প্রধান শহরের নাম কি – ইয়াংগন,মান্দালয়,মৌলমেন৷
  42. শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি – পেড্রোতালাগালা(২৫২৭মি)৷
  43. শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি – মহাবলীগঙ্গা ৷
  44. শ্রীলঙ্কার রাজধানীর নাম কি – শ্রী জয়বর্ধনপুরকোট্রে ৷
  45. শ্রীলঙ্কার প্রধান ভাষা কি – সিংহলী ৷
  46. মায়ানমারের কোন মূল্যবান রত্ন পৃথিবী জোড়া খ্যাতি লাভ করেছে – পদ্মরাগমনি ৷
  47. শ্রীলঙ্কার প্রধান প্রধান শহর কি কি – কলম্বো,জাফনা,কান্তি,রত্নপুরা৷
  48. শ্রীলঙ্কার অধিবাসিদের প্রধান জীবিকা কি – কৃষিকাজ ৷
  49. শ্রীলঙ্কার প্রধান অর্থকারি ফসল কি – নারকেল ৷
  50. কি চাষে শ্রীলঙ্কা বিখ্যাত?- রবার চাষে ৷
  51. পাকিস্থানের উচ্চতম শৃঙ্গের নাম কি – তিরিচমির (৭৬৯০ মি.)
  52. পাকিস্থানের প্রধান নদীর নাম কি – সিন্ধু ৷
  53. পাকিস্থানের রাজধানীর নাম কি – ইসলামাবাদ৷
  54. দারুচিনির দ্বীপ কাকে বলে – শ্রীলঙ্কাকে ৷
  55. শ্রীলঙ্কা কে দারুচিনির দ্বীপ বলে কেন – শ্রীলঙ্কায় প্রচুর মশলা উৎপাদিত হয় ৷ এর মধ্য দারুচিনি সবচেয়ে বেশী উৎপাদিত হয় বলে শ্রীলঙ্কা কে দারুচিনির দ্বীপ বলে ৷
  56. কোন খনিজ পদার্থ উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবী বিখ্যাত – গ্রাফাইট ৷
  57. পাকিস্থানের প্রধান ভাষা কি – উর্দু ৷
  58. পাকিস্থানের প্রধান প্রধান শহরের নাম কি – করাচি, লাহোর পেশোয়ার৷
  59. ক্যারেজ প্রথা কি ? – ক্যারেজ প্রথা হল এক ধরনের জলসেচ ব্যাবস্থা৷ পাকিস্থানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে প্রচন্ড তাপ শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির উপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুরঙ্গ কেটে কৃষিজমিতে জল নিয়ে যাওয়া হয়৷ একে ক্যারেজ প্রথা বলে ৷
  60. মায়ানমার কে প্যাগোদার দেশ বলে কেন ? –মায়ানমারের বৌদ্ধমন্দির গুলি প্যাগোডা নামে পরিচিত ৷ যেমন: সোয়েড্যাগন প্যাগোডা অন্যতম৷ মায়ানমারে এই রকম প্যাগোডা প্রচুর দেখা যায় বলে মায়ানমারকে প্যাগোডার দেশ বলে ৷

দিল্লি সুলতানি

দিল্লি সুলতানি

  1. মহন্মদ ঘুরি কবে মারা যান – ১২০৬ খ্রিঃ ৷
  2. মহন্মদ ঘুরির মৃত্যুর পর তার জয় করা অঞ্চল গুলি কিভাবে ভাগ করা হয় – মূলত চারজন অনুচর তার অঞ্চল গুলি ভাগ করে নেয় ৷তাজাউদ্দিন ইয়ালদুজ পান গজনির অধিকার ৷ নাসির উদ্দিন কুবাচা মুলতান ও উছ এর শাসক হন ৷বখতিয়ার খলজি বাংলার শাসক হন ৷লাহোর ও দিল্লির শাসক হন কুতুবউদ্দিন আইবক ৷
  3. দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন কে – কুতুবউদ্দিন আইবক ৷
  4. আইবক শব্দের অর্থ কি – দাস ৷
  5. ‘সুলতান’ শব্দের অর্থ কি – আরবি ভাষায় সুলতানি শব্দের অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা ৷
  6. ‘খুতব’ কথার অর্থ কি – ভাষণ ৷
  7. শুক্রবারে দুপুরের নামাজ কে কি বলে – জোহরের নামাজ ৷
  8. ‘খিলাত’ কথার অর্থ কি – আনুষ্ঠানিক পোশাক ৷
  9. দিল্লির কোন সুলতানি প্রথম খলিফার অনুমোদন পায় – ইলতুৎমিস (১২২৯) ৷
  10. ইলতুৎমিস কে বাগদাদের খলিফা কি প্রদান করে – ইলতুৎমিস কে বাগদাদের খলিফা দুরবাশ ও খিলাত পাঠান ৷
  11. ‘দুরবাশ’ শব্দের অর্থ কি – স্বাধীন শাসনের প্রতীক দন্ড ৷
  12. সুলতানি আমল কত বছর ধরে চলে – ৩২০ বছর ৷
  13. দিল্লি তে দাস বংশের প্রতিষ্ঠা করেন কে – কুতুবউদ্দিন আইবক (১২০৬) ৷
  14. লাক্সবক্স কাকে বলা হয় – কুতুবউদ্দিন আইবক কে ৷
  15. কুতুবউদ্দিনের শাসন কালের সময় কাল লেখ – ১২০৬ থেকে ১২১০ খ্রিঃ ৷
  16. কুতুবউদ্দিনের পর দিল্লির সিংহাসনে কে বসেন – ইলতুৎমিস ৷
  17. ইলতুৎমিসের শাসন কালের সময় কাল লেখ – ১২১১ থেকে ১২৩৬ খ্রিঃ৷
  18. দিল্লির সিংহাসনে প্রথম ও শেষবার যে নারি বসেন – সুলতান রাজিয়া (১২৩৬ -৪০) ৷
  19. অ-মুসলিমদের উপর থেকে জিজিয়া কর কোন সুলতানি তুলে নেন – সুলতানি রাজিয়া ৷
  20. সুলতানি যুগের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম কর – মিনহাজ-ই- সিরাজ ৷
  21. দিল্লির কোন সুলতানি – তুর্কান –ই-চিহলগানি বা চল্লিশ চক্রের সদস্য ছিলেন – বলবন ৷
  22. গিয়াসউদ্দিন বলবন কবে সুলতানি হন – ১২৬৬ খ্রিঃ ৷
  23. দিল্লিতে শক্তিশালি কেন্দ্রীভূত শাসন কে প্রতিষ্ঠা করেন – বলবন ৷
  24. সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন – বলবন ৷
  25. সিজদা কথার অর্থ কি – সুলতানি কে সষ্টাঙ্গ প্রণাম করা ৷
  26. পাইবস কথার অর্থ কি – পদযুগল চুম্বন করা ৷
  27. আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন – ১২৯৬ খ্রিঃ৷
  28. খলজি বংশের পর কোন বংশ শাসন করে – তুঘলক ৷
  29. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে – গিয়াসউদ্দিন তুঘলক ৷
  30. ইবনবতুতা কোথা থেকে ভারতে আসেন – উত্তর আফ্রিকার মরক্কো দেশের তাঞ্জিয়ার থেকে ৷
  31. ‘অল-রিহলা’ কার লেখা – ইবন বতুতা ৷
  32. মহম্মদ বিনতুঘলকের আমলে কোন পর্যটক ভারতে আসেন – ইবনবতুতা ৷
  33. ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা কে কি বলা হত – ‘উলাক’৷
  34. হাটা পায়ের ডাক ব্যবস্থা কে কি বলা হত – ‘দাওআ’
  35. দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী কে পরিবর্তন করে – মহম্মদ বিন তুঘলক ৷
  36. দেবগিরিতে তার রাজধানীর নাম কি রাখা হয় – দৌলতাবাদ ৷

মুঘল সাম্রাজ্য (পঞ্চম অধ্যায় )

  1. ভারতে মুঘলরা কবে রাজত্ব করে – খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে উনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত (১৫২৬ থেকে ১৮৫৭ সাল) ৷
  2. মুঘল কারা ? –‘মোঙ্গ’ শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি৷ মোঙ্গল নেতা চেঙ্গিস খান এবং তুর্কি নেতা তৈমুরলঙের বংশধররা মুঘল নামে পরিচিত ৷
  3. তৈমুরলঙ কবে ভারত অক্রমণ করেন – ১৩৯৮ খ্রিঃ ৷
  4. মুঘলরা আগে কোথায় বাস করত ? – মধ্য এশিয়ার কিছু অঞ্চলে ৷
  5. বাবর আগে কোথায় রাজত্ব করত ? – ১৪৯৪ খ্রিঃ মাত্র ১২ বছর বয়সে বাবর ফরগণা প্রদেশে রাজত্ব করত ৷
  6. বাবর কেন ভারত আক্রমণের সিদ্ধান্ত নেন – ফরগনা প্রদেশে শাসন করাকালিন কোন সুস্থায়িত্ব বোধ না করা ও তাছাড়া ক্রমাগত উজবেক ও সাফাবি দের আক্রমণের সম্ভাবনা তাকে সর্বদা তাড়িত করত ৷ উপরন্তু দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদির আমন্ত্রণে তিনি ভারত আক্রমণের সিদ্ধান্ত নেন ৷
  7. “সাফাবি” কারা ? – সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ৷ খ্রিস্টিয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করে ৷
  8. “উজবেক” কারা ? – উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি জাতি৷ খ্রিস্টিয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তোলে ৷
  9. “বাদশাহ” কে ? – মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ’ বা ‘বাদশাহ” উপাধি ব্যবহার করত ৷ এই উপাধির মধ্য দিয়ে তারা বোঝাতে চাইত তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয়৷ “বাদশাহ” একটি ফরাসি “পাদশাহ” শব্দ থেকে এসেছে ৷ ‘পাদ” অর্থাৎ প্রভু ‘শাহ’ কথার অর্থ শাসক ৷
  10. বাবর কবে প্রথম পাদশাহ উপাধি নেন – ১৫০৭ সালে কাবুলে থাকার সময় তিনি এই উপাধি নেন ৷
  11. সার্বভৌম শাসক বলতে কি বোঝ – সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার অধিকার ৷ সর্বভূমি বলতে সমগ্র পৃথিবী নয় বিরাট অঞ্চলের উপর আধিপত্য কে বোঝান হয়েছে৷ বিরাট অঞ্চলের উপর যিনি শাসন করেন , মানুষজন যদি তার শাসন মেনে নেয় তবে তিনি হবেন সার্বভৌম সম্রাট ৷
  12. বাবর কবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ? – ১৫২৬ খ্রিঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদী কে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ৷
  13. চলদিরানের যুদ্ধ কবে কাদের মধ্য হয় – তুরস্কের অটোমন তুর্কি সেনাবাহিনী ১৫১৪ খ্রিঃ চলদিরানের যুদ্ধে সাফাবিদের পরাজিত করে ৷
  14. জামের যুদ্ধ কবে হয় ?- ১৫২৮ খ্রিঃ জামের যুদ্ধে সাফাবিরা উজবেকদের পরাজিত করে ৷
  15. খানুয়ার যুদ্ধ কবে হয় ? ১৫২৭ খ্রিঃ রানা সংগ্রাম সিংহ(রানা সঙ্গ) ও বাবরের মধ্য এই যুদ্ধ হয় , রানা সঙ্গ এই যুদ্ধে পরাজিত হয় ৷
  16. ঘর্ঘরার যুদ্ধ কবে হয় ? -১৫২৯ খ্রিঃ বাবর ও আফগানদের মধ্য ঘর্ঘরার যুদ্ধ হয় ৷
  17. ঘর্ঘরার যুদ্ধে আফগানদের পক্ষ নিয়েছিলেন বাংলার কোন শাসক – নসরৎ শাহ ৷
  18. বাবরের মৃত্যু হয় কবে – ১৫৩০ খ্রিঃ ৷
  19. বাবরের মৃত্যুর পর দিল্লির মসনদে কে বসেন – হুমায়ুন ৷
  20. হুমায়ুনের রাজত্বকালের সময় লেখ – ১৫৩০ থেকে ১৫৪০ এবং ১৫৫৫ থেকে ১৫৫৬ .
  21. তৈমুরীয় নীতি অনুযায়ি উত্তরসূরিদের মধ্য যে অঞ্চল ভাগকরার প্রথা এই নীতি কোন মুঘল সম্রাট মানেন নি – হুমায়ুন ৷
  22. মুঘলদের দুই প্রধান বিরোধী শক্তির নাম কর – রাজপুত ও আফগান ৷
  23. হুমাযুন কার কাছে দুবার পরাজিত হয় – শেরশাহের কাছে ৷ ১৫৩৯ খ্রিঃ বিহারে চৌসার যুদ্ধে ও ১৫৪০ খ্রিঃ কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে ৷
  24. হুমায়ুন পরজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলে কে আশ্রয় দিয়েছিল – পারস্যের সম্রাট শাহ তাহমস্প ৷
  25. আকবরের জন্ম হয় কবে – ১৫৪২ খ্রিঃ অমরকোটে ৷
  26. শের খাঁ কি উপাধি নিয়েছিলেন – ‘শাহ’ .
  27. শেরশাহের আগের নাম কিছিল – ফরিদ খাঁ ৷
  28. শেরশাহের মৃত্যু হয় কবে – ১৫৪৫ খ্রি কালিঞ্জর দুর্গে বারুদে আগুন লেগে ৷
  29. শেরশাহের মত্যুর পর সিংহাসনে কে বসেন – তার পুত্র ইসলাম শাহ ৷
  30. হুমায়ুন কিভাবে মারা যান – দিল্লির পরানো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৷
  31. পাট্রা ও কবুলিয়ৎ কে চালু করেন – শেরশাহ ৷
  32. সড়ক – ই – আজম যার বর্তমান নাম গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মান করেন – শেরশাহ ৷
  33. ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন – শেরশাহ ৷
  34. আকবরের রাজত্ব কালের সময় লেখ – ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিঃ ৷
  35. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয় – ১৫৫৬ সালে আদিল শাহের সেনাপতি হিমু ও আকবরের অভিভাবক বৈরাম খাঁ র মধ্য ৷
  36. আকবর কবে চিতোর জয় করেন – ১৫৬৮ খ্রিঃ৷রানা উদয় সিংহ পরাজিত হয়ে পালিয়ে যান ৷
  37. হলদিঘাটের যুদ্ধ কবে হয় – ১৫৭৬ খ্রিঃ রাণাপ্রতাপ সিংহ ও আকবরের মধ্য ৷ এই সময় আকবরের সেনাপতি ছিলেন মান সিংহ ৷
  38. আকবরের রাজদরবারে ‘নবরত্ন’ বলতে কি বোঝ? –আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্য ন-জনকে একত্রে নবরত্ন বলা হত৷ এদের মধ্য উল্লেখযোগ্য ছিলেন – বীরবল, টোডরমল ও তানসেন ৷
  39. বীরবলের আসল নাম কি ছিল – মহেশ দাস ৷
  40. আকবরের ওয়াজির-ই- আজম বা প্রধানমন্ত্রী কে ছিলেন – বীরবল৷
  41. আকবরের জীবনি বা আকবরনাম কে লেখেন – আবুল ফজল ৷
  42. ‘মুক্তাখাব-উৎ-ত-ওয়ারিখ’ কার লেখা – আবদুল কাদির বদাউনি ৷
  43. মুঘল সম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে – আকবর ৷
  44. আকবরের মৃত্যুর হয় কবে – ১৬০৫ খ্রি:
  45. জাহাঙ্গিরের পূর্বনাম কি – সেলিম৷
  46. জাহাঙ্গিরের রাজত্ব কালের সময় লেখ – ১৬০৫ থেকে ১৬২৭ খ্রিঃ.
  47. ‘বারো ভুইয়া’ নামে কারা পরিচিত ছিল – জাহাঙ্গিরের সময়ে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বার বার বিদ্রোহ করেছে ৷ এই বিদ্রোহীরা একসঙ্গে ‘বারো-ভুইয়া’ নামে পরিচিত ছিল ৷ এদের মধ্য ছিলেন প্রতাপাদিত্য,চাঁদ রায় ,কেদার রায় ও ইশা খান প্রমুখ ৷
  48. দাখ্যিনাত্যের জাহান লোদী কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেন – শাহাজাহান ৷
  49. কার আমলে মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রন হারায় – শাহাজাহান ৷
  50. শাহাজাহানের বড় পুত্রের নাম কি – দারা শিকোহ৷
  51. ঔরঙ্গজেবের শাসন কালের সময় লেখ – ১৬৫৮ থেকে ১৭০৭ খ্রিঃ.
  52. মথুরায় জাঠ কৃষকরা ও হরিয়ানায় সংনামি কৃষকরা কার বিরুদ্ধে বিদ্রোহ করে – ঔরঙ্গজেব৷
  53. হিন্দুদের উপর থেকে জিজিয়া ও ধর্মকর কোন মুঘল সম্রাট তুলে দেন – আকবর ৷
  54. শাহাজাহানের পূর্বনাম কি ছিল – খুরম ৷
  55. মধ্য এশিয়ায় মুঘলদের প্রাচিন বাসস্থান কোথায় ছিল – সমরকন্দ ৷
  56. শের শাহের সমাধি কোথায় – বিহারের সসারামে ৷
  57. ঔরঙ্গজেব ও দারাশিকোহ এদের মধ্য সিংহাসন অধিকার নিয়ে যে যুদ্ধ হয়েছিল তার নাম কি – সামুগড়ের যুদ্ধ ৷
  58. মনসবদারি প্রথা কে চালু করেন – আকবর ৷
  59. কোন মুঘল সম্রাটের আমলে মেবারে মুঘলদের কর্তত্ব প্রতিষ্ঠিত হয় – জাহাঙ্গির ৷
  60. রাজপুতরা কোন মুঘল সম্রাটের আমলে সবচেয়ে বেশি সংখ্যায় মনসবদারি ব্যবস্থার আয়ত্বে আসে – ঔরঙ্গজেব ৷
  61. রাঠোর যুদ্ধ কবে কাদের মধ্য হয় – ১৬৭৯ খ্রিঃ মুঘল ও মারওয়ারদের মধ্য ৷
  62. জিজিয়া কর পুনরায় কোন মুঘল সম্রাট প্রবর্তন করেন – ঔরঙ্গজেব, ১৬৭৯ খ্রিঃ ৷
  63. আকবরের জীবনের শেষ অভিযান কোনটি – অসিরগড় দুর্গ জয় ৷
  64. কবে আহমেদনগর রাজ্যটি মুঘলদের দখলে আসে – ১৬৩৬ খ্রিঃ ৷
  65. কোন মুঘল সম্রাটের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকুন্ডা জয় করে – ঔরঙ্গজেব ৷
  66. দীন-ই-ইলাহি নামে ধর্মমত কে প্রতিষ্ঠা করেন – আকবর ৷
  67. কোন আদর্শের ভিত্তিতে আকবর এই ধর্মমত প্রতিষ্ঠা করেন – সুল-ই-কুল যার অর্থ সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তি ৷
  68. মুঘল যুগে প্রদেশ গুলিকে কি বলা হত – সুবা.
  69. সবা গুলি কিসে ভাগ করা হত – সরকারে ৷
  70. সরকার গুলি কিসে ভাগ করা হত – পরগণা ৷
  71. ‘মনসব’ কথার অর্থ কি – পদমর্যাদা ৷
  72. উচ্চপদস্থ মনসবদের কি বলা হত – আামির ৷
  73. মনসবদের বেতন কিভাবে দেওয়া হত – মনসবদের বেতন দুভাবে দেওয়া হত , নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে ৷ রাজস্বের এই বরাত কে বলা হত জায়গির ৷
  74. কোন সুলতানি জমি জরিপ করার প্রথা চালু করেন – আলাউদ্দিন খলজি ৷
  75. অকবরের আমলে জমি জরিপ করার প্রথা কে কি বলা হত – জাবতি প্রথা ৷
  76. জাবত কথার অর্থ কি – নির্ধারণ ৷
  77. দহসালা ব্যবস্থা কবে কে চালু করেন – ১৫৮০ সালে আকবর ৷
  78. অকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল – টোডরমল ৷
  79. মুঘল যুগের কয়েকজন চিত্র শিল্পির নাম কর – মনসুর,আবুল হাসান প্রভৃতি ৷
  80. জাহাঙ্গিরের আমলে কোন শিখ গুরুর মৃত্যুর দন্ড দেওয়া হয় – গুরু অর্জুন ৷
  81. ঔরঙ্গজেব কোন শিখ গুরুর মৃত্যুদন্ড দেন – গুরু তেগবাহাদুর ৷
  82. আহমেদ নগরের প্রধানমন্ত্রীর নাম কি ছিল – মালিক অম্বর ৷
  83. কোন মুঘল সম্রাট পোর্তুগিজ জলদস্যুদের হারান – ওরঙ্গজেব ৷

অতিরিক্ত জানার বিষয়

  1. পানিপথের যুদ্ধের পর বাবরের পুত্র হুমায়ুন গোয়ালিয়রের রাজা বিক্রমজিতের কাছ থেকে কোহিনুর মণিটি নিজের দখলে নিয়ে আসেন ৷
  2. শেরশাহের অন্যতম সেনাপতি ছিলেন একজন হিন্দু৷ তাঁর নাম ব্রক্ষ্মজিৎ গৌড় ৷
  3. শেরশাহ অন্যের সাহায্যে ছাড়াই নিজে একটি বাঘকে হত্যা করেন ৷ এই জন্য বিহারের শাসনকর্তা বাহার খাঁ তাকে ‘শের খা’ উপাধি দেন ৷
  4. শিরহিন্দের যুদ্ধে ১৫৫৫ খ্রি: শূর বংশীয় আফগান শাসক সিকান্দর শূরকে হুমায়ুন পরাজিত করেন এরপর তিনি আবার দিল্লি ও আগ্রা পুনুদ্ধার করেন ৷
  5. জাহাঙ্গির শব্দের অর্থ কি – পৃথিবীর মালিক ৷
  6. জাহাঙ্গির অগ্রার দুর্গের শাহ বুরুজ থেকে একটি সোনার ঘন্টা ঝুলিয়ে দেন৷ ঐ ঘন্টায় বাঁধা একটি শিকল যমুনার তীর পর্যন্ত বিস্তৃত ছিল৷ বিচার প্রার্থিরা ঐ শিকলের সাহায্যে ঘন্টা বাজিয়ে সম্রাটের কাছে বিচার চাইতে পারত ৷
  7. সরকারি ফরমানে অনেক সময় জাহাঙ্গিরের পাশে নূরজাহানেরও স্বাক্ষর থাকত৷ নূরজাহান নিজের নামে মুদ্রা পর্যন্ত চালু করেন ৷
  8. পারস্য অধিকৃত কান্দাহারের শাসনকর্তা ছিলেন আলিমর্দান৷ পারস্য সম্রাটের সঙ্গে আলিমর্দানের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে৷ এই সুযগে প্রচুর অর্থ দিয়ে আলিমর্দানকে বশীভূত করে মোগলরা কান্দাহারের দখল নেয় ৷
  9. শেরশাহের দ্বার বিতাড়িত হয়ে হুমায়ুন অমরকোটের হিন্দু রাজা রণপ্রসাদের নিকট আশ্র্য নেন৷ সেখানে তাঁর পত্নী হামিদাবানু বেগমের গর্ভে আকবরের জন্ম হয় ৷
  10. প্রবল পরাক্রমশালী আকবর শেষপর্যন্ত মারা যান আমাশা রোগে ভুগে ৷
  11. মোগল সম্রাট ঔরঙ্গজেব নিজের হাতে টুপি সেলাই করতেন৷এই টুপি বিক্রয়ের অর্থে তিনি নিজের খরচ চালাতেন৷
  12. চিতোর দুর্গের পতন আসন্ন বুঝতে পেরে রাজপুত রমণীরা অগ্নিকুন্ডে ঝাঁপ দিয়ে প্রাণবিসর্জন দেন৷ এরূপভাবে প্রাণবিসর্জন দেওয়াকে জওহরব্রত বলা হয় ৷
  13. আকবর সতীদাহ প্রথাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ৷আকবর আইন করে বাল্যবিবাহ নিয়ন্ত্রণের জন্য সচেষ্ট হয়েছিলেন ৷
  14. ১৭০৭ খ্রিঃ ঔরঙ্গজেব মারা যান দাক্ষিণাত্যের আহম্মেদনগরে ৷
  15. গাজি বলা হয় – ইসলামি ধর্মযোদ্ধাদের ৷
  16. মোগলরা চট্টগ্রাম বন্দর দখল করে বাংলাকে পোর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করেন ৷
  17. খান্দেশের গুরুত্বপূর্ণ দুর্গটির নাম – আসিরগড় ৷

দশম শ্রেনির ভূগোল

ভারতের নদনদী

জেনে রাখুন

  1. উত্তর ও দক্ষিন ভারতের জলবিভাজিকা – বিন্ধ্য পর্বত ৷
  2. অলকনন্দা দেবপ্রয়াগের কাছে গঙ্গায় পড়েছে ৷
  3. গঙ্গার প্রধান উপনদী হল – যমুনা ৷
  4. সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে – সিন্-খা-বাব হিমবাহ থেকে ৷
  5. ব্রক্ষ্মপুত্র তিব্বতে – সাংপো নামে পরিচিত ৷
  6. রাজস্থানের মরু অঞ্চলের প্রধান নদীর নাম – লুনি ৷
  7. সুবর্ণরেখা নদীর গতিপথে – হুড্রু জলপ্রপাত অবস্থিত ৷
  8. কাবেরি নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে ৷
  9. লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত ৷
  10. আনাইসাগর হ্রদ থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে ৷
  11. সরাবতি নদীর গতিপথে গেরসোপ্পা বা যোগজলপ্রপাতের সৃষ্টি হয়েছে ৷
  12. নর্মদা নদীর গতিপথে ধুয়াধার জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ৷
  13. ত্র্যাম্বক উচ্চভূমি থেকে গোদাবরি নদীর উৎপত্তি হয়েছে ৷
  14. যমুনা নদী এলাহাবাদের কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়ছে ৷
  15. ভারতের সর্ব্বোচ্চ জলপ্রপাতের নাম গেরসাপ্পো যার অপরদুটি নাম যোগজলপ্রপাত বা গান্ধী জলপ্রপাত ৷
  16. গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ তুষারগুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ৷
  17. ভারতের দুটি লবণাক্ত জলের হ্রদের নাম সম্বর ও চিল্কা ৷
  18. ভারতের একটি অর্ন্তবাহিনী নদীর নাম লুনি ৷
  19. দক্ষিন ভারতের নদিগুলি শুধু বৃষ্টির জলে পুষ্ট ৷
  20. ভারতের প্রধান নদীর নাম গঙ্গা ৷
  21. যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে ৷
  22. হরিদ্বারের কাছে গঙ্গা সমভুমিতে নেমে এসেছে ৷
  23. উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদী – সিন্ধু ৷
  24. উত্তর-পূর্ব ভারতের প্রধান নদী – ব্রক্ষ্মপুত্র ৷
  25. কাশ্মির উপত্যকার মধ্য দিয়ে – ঝিলাম বা বিতস্তা নদী প্রবাহিত হয়েছে ৷
  26. সিন্ধু নদীর তীরে হরপ্পা ও মহেঞ্জেদারো সভ্যতার সৃষ্টি হয়েছিল ৷
  27. সবরমতি নদী – আরাবল্লি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে ৷
  28. ভারতের একটি আদর্শ নদী – গঙ্গা ৷
  29. সরাবতী একটি পশ্চিম বাহিনী নদী ৷
  30. পাঞ্জাবের প্রধান নদী – শতদ্রু ৷
  31. অরুণাচলপ্রদেশে ব্রক্ষ্মপুত্রের নাম – ডিহং ৷
  32. তাপ্তি নদীর প্রধান উপনদীর নাম – পূর্ণা ৷
  33. ডাল ও উলার হ্রদ কাশ্মিরে অবস্থিত ৷
  34. গঙ্গার দূষণ রোধের জন্য ১৯৮৫ সালে সেন্ট্রাল গঙ্গা অথোরিটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করা হয় ৷
  35. মহানদীর উপর ভারতের দীর্ঘতম ( ২৬ কিমি) বাঁধ – হিরাকুদ অবস্থিত ৷
  36. মেট্টুর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত ৷
  37. নাগারজুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত ৷
  38. জন্মু কাশ্মিরের লাদাখে বিশ্বের উচ্চতম হ্রদ (১৪,২৫৬ ফুট) পংগং অবস্থিত ৷
  39. ভারতের বৃহত্তম হ্রদের নাম – কাশ্মিরের উলার ৷
  40. শতদ্রু নদীর উপর ভারতের উচ্চতম বাঁধ ভাকরা – নাঙ্গাল অবস্থিত ৷
  41. গঙ্গা ব্রক্ষ্মপুত্রের ব-দ্বীপ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমির উদাহরণ ৷
  42. ব্রক্ষ্মপুত্রের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ ৷
  43. গোদাবরি নদী কে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয় ৷
  44. কাবেরি নদীকে দক্ষিন ভারতের পবিত্র নদী বলা হয় ৷
  45. ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্য উল্লেখযোগ্য – নর্মদা,তাপ্তি,সবরমতি ও সরাবতি ৷
  46. গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি৷ হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি ৷ রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মুখ পর্যন্ত গঙ্গার নিন্মগতি ৷
  47. লুনি নদী কচ্ছের রণে পড়েছে ৷
  48. নর্মদা ও তাপ্তি নদী গ্রস্থ উপত্যকার মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে ৷
  49. বাংলাদেশে ব্রক্ষ্মপুত্রের নাম যমুনা ৷
  50. ব্রক্ষ্মপুত্রের দুটি উপনদীর নাম হল – সুবর্ণসিরি ও লোহিত ৷

ভারতের জলবায়ু

  1. ভারতের একটি স্থানীয় বায়ুর উদাহরণ – লু ৷
  2. মৌসুমি বিস্ফোরণ হয় – গ্রীষ্মকালে ৷
  3. আশ্বিনের ঝড় হয় – শরৎকালে ৷
  4. পশ্চিমি ঝামেলা হয় – শীতকালে ৷
  5. তামিলনাড়ুর উপকূলের বছরে দুবার বৃষ্টিপাত হয় ৷
  6. মৌসুমি কথার অর্থ – ঋতু ৷
  7. মৌসুমি বিস্ফোরণের ফলে বর্ষাকালের সূচনা হয় ৷
  8. দক্ষিন ভারতের জলবায়ু সমভাবাপন্ন ৷
  9. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রকৃতপক্ষে – উত্তরপূর্ব আয়ন বায়ু ৷
  10. পর্বতের অনুবাতঢালে কমবৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে ৷
  11. ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে ৷
  12. মেঘালয়ের মোসিনরামে সর্বাধিক বৃষ্টিপাতা হয় ৷
  13. দক্ষিন ভারতে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুত সহ যে বৃষ্টিপাত হয় তাকে আম্রবৃষ্টি বলে ৷
  14. মৌসিম কথাটি একটি আরবিয় শব্দ ৷
  15. লাদাখ ভারতের একটি শীতল মরু-মালভূমির উদাহরণ ৷
  16. পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল ও শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ ৷
ঋতুর নাম মাসের নাম
শীতকাল ডিসেম্বর – ফেব্রুয়ারি
গ্রীষ্মকাল মার্চ-মে
বর্ষাকাল (মৌসুমি বায়ু আগমন) জুন – সেপ্টেম্বর
শরৎকাল (মৌসুমি বায়ু প্রত্যাগমন) অক্টোবর – নভেম্বর

ভারতের স্বাভাবিক উদ্ভিদ

  1. ছোটোনাগপুর মালভূমিতে- পর্ণমোচি বৃক্ষ জন্মায় ৷
  2. ভারত সরকারের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত ৷
  3. মধ্যপ্রদেশে বনভূমির পরিমান সর্বাধিক ৷
  4. ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ব-দ্বীপ অঞ্চলে ৷
  5. বাবলা, একটি জেরোফাইটিক উদ্ভিদ ৷
  6. ভারতের পর্ণমোচি অরণ্যের অপরনাম – মৌসুমি অরণ্য ৷
  7. পশ্চিমবঙ্গের সুন্দরবন ও ওড়িশার ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ ৷
  8. লাক্ষা থেকে গালা উৎপন্ন হয় ৷
  9. তুতগাছে রেশম কীট পালন করা হয় ৷
  10. বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত অরণ্যদহন কারি আগুনকে দাবানল বলে ৷
  11. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে – চিরসবুজ অরণ্য আছে ৷
  12. সুন্দরি গাছের নামানুসারে সুন্দরবন নামকরণ করা হয়েছে ৷
  13. ভারতের বনভূমি সংরক্ষণ আইন চালুহয় – ১৯৮০ সালে ৷
  14. অল্পীয় উদ্ভিদ বলে – জুনিপার,রোডোডেনড্রন, লার্চ,ভূর্জ প্রভৃতি উদ্ভিদকে ৷ এগুলি হিমালয় পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় ৷
  15. চিরহরিৎ অরণ্য দেখতে পাওয়া যায় – পূর্ব হিমালয়ের তরাই অঞ্চলে,পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে ,আন্দামান নেকেবর দ্বীপ অঞ্চলে ৷
ভারতের স্বাভাবিক উদ্ভিদ বৃষ্টিপাতের পরিমাণ (সেমি) উদাহরণ
চিরসবুজ বনভূমি ২০০ সেমির বেশি শিশু,গর্জন,তুন,পুন,বিশপকাঠ,গোলাপকাঠ প্রভৃতি
আদ্রপর্ণমোচী ১০০-২০০ সেমি শাল,সেগুন,পলাশ,আবলুশ,জারুল,মহুয়া,শিরীষ,কুসুম,খয়ের
শুষ্ক পর্ণমোচী ৫০-১০০ সেমি হাতি ঘাস,শরচাপড়া ঘাস,সাবাই ঘাস ৷
কাঁটা ঝোপ ও গুল্ম ২০-৫০ সেমি বাবলা,ফণিমনসা বা ক্যাকটাস,খেজুর
মরু উদ্ভিদ ২০ সেমির কম কাঁটাগাছ,ফণিমনসা
হিমালয় পার্বত্য উদ্ভিদ চাপলাস,গর্জন (১০০০ মি উচ্চতায়),পপলার,ওক,ম্যপল,বার্চ,লরেল (১০০-২৫০০ মি উচ্চতায়) , পাইন,ফার,স্প্রুস,লরেল দেবদারু (২৫০০-৪০০০ মি উচ্চতায়), সরলবর্গিয় উদ্ভিদ জুনিপার,রোডিডেনড্রন,ভুর্জ প্রভৃতি (৪৫০০ মি উচ্চতা পর্যন্ত ৷
ম্যনগ্রোভ অরণ্য সুন্দরি,গরান,গেঁওয়া,কেয়া,হেতাল,গোলপাতা

ভারতের মাটি

  1. ভারতের শতকরা ৪৬ ভাগস্থানে পলিমাটি আছে ৷
  2. ভারতের শতকরা ১৭ ভাগ স্থানে কৃষ্ণ মত্তিকা আছে ৷
  3. ভারতের শতকরা ১১ ভাগ স্থানে লোহিত মৃত্তিকা আছে ৷
  4. ভারতের শতকরা ৮ ভাগ স্থানে ল্যাটেরাইট মৃত্তিকা আছে ৷
  5. বালুকাময় মরুমৃত্তিকাকে সিরোজেম বলে ৷
  6. বালি ও নুড়ি পাথরপূর্ণ মৃত্তিকাকে – ভাবর বলে ৷
  7. কালো মাটি ব্যসল্ট মৃত্তিকা ক্ষয়ে সৃষ্ট হয়েছে ,এর অপর নাম রেগুর ৷
  8. কালো মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে ৷এর অপরনাম লাল কাকুরে মাটি ৷
  9. নতুন পলি সঞ্চিত প্লাবন ভূমির মাটিকে খাদর বলে ৷ এতে বালির ভাগ বেশি থাকে এর রঙ ধুসর ৷
  10. পুরানো পলি মাটির নাম ভাঙ্গর ৷ এতে চুন জাতিয় পদার্থ বেশি থাকে ৷
  11. ল্যাটিন শব্দ ল্যাটার যার বাংলা প্রতিশব্দ ইট – এর থেকে ল্যাটেরাইট মাটির উৎপত্তি হয়ছে ৷
  12. ঝুম চাষ একধরণের পরিবর্তনশিল কৃষি ৷
  13. দাক্ষিণাত্য মালভূমিতে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় ৷
  14. তেলেগু শব্দ রেগাডা থেকে রেগুর শব্দের উৎপত্তি ৷
  15. উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলে কোথাও কোথাও একপ্রকার সূক্ষ কণার মৃত্তিকা দেখা যায় একে ভুর বলে ৷
  16. ছোটোনাগপুরের মালভুমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ৷
  17. পডসল মৃত্তিকা অঞ্চলে সরলবর্গীয় অরণ্য দেখতে পাওয়া যায় ৷
  18. মৃত্তিকা সংরক্ষনের প্রধান উপায় বৃক্ষরোপণ ৷
  19. উত্তরাঞ্চলের দেরাদুনে মৃত্তিকা গবেষণাগার আছে ৷
  20. বালি মাটিতে বালির ভাগ শতকরা ৫০ ভাগের বেশি ৷
  21. দোয়াশ মাটিতে বালি ও কাদার পরিমান সমান ৷
  22. এঁটেল মাটিতে কাদার পরিমাণ ৫০ % এর বেশি ৷
  23. পাঞ্জাবে নবিন পলিমাটিকে বেট বলে ৷
  24. জৈব পদার্থ সমৃদ্ধ অম্ল মৃত্তিকার নাম পডসল এটি হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় ৷
  25. মাটির উপরিভাগ বায়ুপ্রবাহ বা বৃষ্টিপাত দ্বারা ক্ষয় প্রাপ্ত হলে তাকে আস্তরণ ক্ষয় বলে ৷
  26. বৃষ্টির জল উঁচু জায়গা থেকে নীচু জায়গায় গড়িয়ে পড়ার সময় সরু নালার আকারে ক্ষয় পেলে তাকে নালিক্ষয় বলে ৷
  27. নালিক্ষয় পরস্পর যুক্ত হলে তাকে প্রণালীক্ষয় বলে ৷

ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল

  1. উত্তর ভারতের নদীগুলি বরফগলা জলে পুষ্ট ৷
  2. ভারতে প্রধানত তিনটি পদ্ধতিতে জলসেচ করা হয় (১) কূপ ও নলকূপ (২) জলাশয় বা পুষ্করিণী (৩) সেচখাল ৷
  3. ৫০ % কৃষিজমি কূপ ও নলকূপের সাহায্যে জলসেচ করা হয় ৷
  4. উত্তর ভারতের সমভূমি অঞ্চল,পাঞ্জাব ,উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গে এই ধরণের জলসেচ দেখা যায় ৷
  5. ৭ % কৃষিজমি জলাশয় বা পুষ্করিনীর সাহায্যে জলসেচ করা হয় ৷
  6. দক্ষিন ভারতের অন্ধ্রপ্রদেশ,কর্ণাটক,তামিলনাড়ুতে এই পদ্ধতিতে জলসেচ বেশি করা হয় ৷
  7. ৩৮% কৃষিজমি জলাশয় ও পুষ্করিণীর সাহায্যে জলসেচ করা হয় ৷
  8. সেচখাল দুই ধরণের হয় (১) প্লাবন খাল (২) নিত্যবহ খাল
  9. গোদাবরি,কৃষ্ণা,কাবেরি নদীর ব-দ্বীপ খাল প্লাবন খালের উদাহরণ ৷
  10. উচ্চগঙ্গা খাল,পাঞ্জাবের পশ্চিম যমুনা খাল ও উচ্চবারি দোয়ার খাল,সারদা খাল, পশ্চিমবঙ্গের ভবানীপুরের খাল ও ইডেন খাল নিত্যবহ কালের উদাহরণ ৷

চাকরির পরীক্ষার একটি সেট –

সাধারণ জ্ঞান

১. জাতিসংঘ কোন সালে জন্মলাভ করে?
ক. ১৯৪২ খ. ১৯৪৩
গ. ১৯৪৪ ঘ. ১৯৪৫
২. আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. ওয়াশিংটন
গ. লন্ডন ঘ. রোম
৩. আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত?
ক. পশ্চিম ইউরোপ খ. পূর্ব ইউরোপ
গ. উত্তর আমেরিকা ঘ. দক্ষিণ আমেরিকা
৪. ‘নিপ্পন’ কোন দেশের পুরনো নাম?
ক. চীন খ. কোরিয়া
গ. জাপান ঘ. থাইল্যান্ড
৫. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?
ক. টেনিস খ. ফুটবল
গ. দাবা ঘ. ক্রিকেট
৬. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
ক. আমাজন খ. মিসিসিপি
গ. নীল নদ ঘ. হোয়াংহো
৭. সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
ক. এ খ. বি গ. সি ঘ. ডি
৮. সবুজ উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে?
ক. কাণ্ডে খ. পাতায়
গ. শিকড়ে ঘ. মাটিতে
৯. সুস্থ অবস্থায় মানবদেহের তাপমাত্রা কত?
ক. 99°F খ. 98.4°F
গ. 98.4°C ঘ. 98.0°F
১০. ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কী?
ক. ব্যারোমিটার খ. ল্যাকটোমিটার
গ. সিসমোমিটার ঘ. থার্মোমিটার
১১. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. সুইডেন ঘ. বেলজিয়াম
১২. ‘মোনালিসা’ ছবিটি কে আঁকেন?
ক. লিওনার্দো খ. পিকাসো
গ. মাইকেল এনজেলো ঘ. র্যামব্রেট
১৩. সবচেয়ে ছোট দিন কোন তারিখ?
ক. ২১ ডিসেম্বর খ. ২৩ ডিসেম্বর
খ. ২৫ ডিসেম্বর ঘ. ৩০ ডিসেম্বর
১৪. শিল্প বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
ক. ইংল্যান্ড খ. আমেরিকা
গ. ফ্রান্স ঘ. জাপান
১৫. সার্ক সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত?
ক. দিল্লি খ. করাচি
গ. কাঠমান্ডু ঘ. কলম্বো
১৬. প্রিন্সেস ডায়ানা কোথায় নিহত হন?
ক. লন্ডন খ. প্যারিস
গ. রোম ঘ. নিউইয়র্ক
১৭. মার্ক কোন দেশের মুদ্রার নাম?
ক. জাপান খ. জার্মানি
গ. ইংল্যান্ড ঘ. ফ্রান্স
১৮. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
ক. বুধ খ. প্লুটো
গ. মঙ্গল ঘ. নেপচুন
১৯. তরল পদার্থ মাপার একক কী?
ক. টন খ. বুশেল
গ. ব্যারেল ঘ. কুইন্টাল
২০. সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান?
ক. চিনি খ. দুধ
গ. আলু ঘ. বিস্কুট
উত্তর : ১. ঘ ২. খ ৩. ক ৪. গ ৫.
ঘ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ
১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫.
গ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ
২০. খ

সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার

সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তি
প্রশ্ন : সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তর :অবতল।
প্রশ্ন :কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণের প্রচলন করেন?
উত্তর :ক্যারোলাস লিনিয়াস।
প্রশ্ন :পূর্ণাঙ্গ রেশম মথকে কী বলে?
উত্তর :ইমাগো।
প্রশ্ন :টারমিনাল কী?
উত্তর :গ্রহণ ও নির্গমন ক্ষমতাবিশিষ্ট যন্ত্রকে সাধারণত কম্পিউটার টারমিনাল বলে।
প্রশ্ন :ডট ম্যাট্রিক্স প্রিন্টার কী?
উত্তর :এটি এক ধরনের ধাক্কা প্রিন্টার।
প্রশ্ন :ডিস্ক ড্রাইভ কী?
উত্তর :ডিস্ক ব্যবহারের জন্য ডিস্ক ড্রাইভ প্রয়োগ করা হয়।
প্রশ্ন : জলের ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো_
উত্তর : ৪ ডিগ্রি সেন্ট্রিগ্রেড।
প্রশ্ন : তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তর : অ্যামপ্লিফায়ার।
প্রশ্ন :ডায়নামো আবিষ্কার করেন_
উত্তর :মাইকেল ফ্যারাডে।
প্রশ্ন :শোলা জলে ভাসার কারণ_
উত্তর :শোলার ঘনত্ব
জল অপেক্ষা কম।
প্রশ্ন :কোন কাপড়ে তাড়াতাড়ি ময়লা বসে না?
উত্তর :রেশমি।
প্রশ্ন :মানবদেহে অ্যান্টিবডির কাজ কী?
উত্তর :রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।
প্রশ্ন :খাদ্য উপাদানের চাহিদা কিসের ওপর নির্ভর করে?
উত্তর :বয়স ও শ্রম।
প্রশ্ন :মায়ের দুধে কোন খাদ্য উপাদান নেই?
উত্তর :লৌহ।
প্রশ্ন :মানুষের হাড় শক্ত করার জন্য প্রয়োজন_
উত্তর :ভিটামিন ‘ডি’।
প্রশ্ন :মাইক্রোপ্রসেসর কী?
উত্তর :এটি একটি ছোট যন্ত্র, যা অন্যান্য যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন :মলিকিউলার স্কেল কম্পিউটারের কী নাম দেওয়া হয়েছে?
উত্তর :ন্যানো কম্পিউটার।
প্রশ্ন :রেফ্রিজারেটরের হিমায়ক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়_
উত্তর :ফ্রেয়ন।
প্রশ্ন :কোনটি কম্পিউটারের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর :সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
প্রশ্ন :কোন কোম্পানি ১৯৮৪ সালে প্রিন্টার লেসার জেট উদ্ভাবন করে?
উত্তর :হিউলেট প্যাকার্ড।
প্রশ্ন :কচু শাক খেলে গলা চুলকায়_
উত্তর :ক্যালসিয়াম অক্সালেট থাকায়।
প্রশ্ন :কম্পিউটারে যে সিলিকন চিপ ব্যবহার করা হয় তা কী দিয়ে তৈরি?
উত্তর :সাধারণ বালু।
প্রশ্ন : তরল পদার্থে তাপ পরিবাহিত হয়_
উত্তর :পরিচলন পদ্ধতিতে।
প্রশ্ন : একখণ্ড বরফকে গলিয়ে জলে পরিণত করলে এর আয়তন_
উত্তর :কমবে।
প্রশ্ন :কম্পিউটারে ভ্রম শূন্যতার কারণ কী?
উত্তর :ইলেকট্রনিক বর্তনীর অধিকতর নির্ভরশীলতা।
প্রশ্ন :রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়_
উত্তর :পিত্তপাথর গলাতে।
প্রশ্ন :ওয়ার্ড প্রসেসিং সিস্টেমের কোন বিষয়কে হার্ট বলা হয়?
উত্তর :সফটওয়্যার।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার তথ্য প্রযুক্তি

* বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয়– ১৯৬৯ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
*
মডেমের মধ্যে যা থাকে তা হল– একটি মডুলেটর একটি ডিমডুলেটর।

*কম্পিউটার ভাইরাস হল– একটি ক্ষতিকারক প্রোগ্রাম।

*তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হলওয়াইম্যাক্স।

* অপটিক্যাল ফাইবারে আলোরঅভ্যন্তরীণপ্রতিফলন ঘটে। 

* কম্পিউটারটু– কম্পিউটারের তথ্য আদানপ্রদানের প্রযুক্তিকে বলা হয়ইন্টারনেট।

অপটিক্যাল ফাইবার হচ্ছেখুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোক নল।

*কম্পিউটারেরস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয়রম(ROM)

* পৃৃথিবীতে ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় ১৯৮১ সালে, এটি প্রবর্তন করেএপসন কোম্পানি।

* ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা থাকে তা হলএল.সি.ডি।

ল্যাপটপ হলছোট কম্পিউটার।

কম্পিউটারের নেই– কোনো বুদ্ধিবিবেচনা।

* কম্পিউটারের আবিষ্কারক হলেনহাওয়ার্ড আইকেন।

* আধুনিক কম্পিউটারের জনক হলেনজন ভন নিউম্যান।

মাইক্রোকম্পিউটারের জনক হলেন– হেনরি এডওয়ার্ড রবার্ট।

কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান হল– মাইক্রোসফট।

* ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হলডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ।

* রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন।

* কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল।

* মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করেওয়েভ গাইডের মাধ্যমে।

* আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হলোবৃহৎ স্মৃতির আধারদ্রুতগতিতে প্রশ্ন সমাধান ও ভ্রমশূন্য ফলাফল।

* কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়– ন্যানোসেকেন্ডের মাধ্যমে।

কম্পিউটার বেশি সুবিধাজনক– পুনরাবৃত্তিমূলক কাজের জন্য।

*কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলেলুপিং

General Knowledge – (সাধারণ জ্ঞান) ১

Question Answer
1.    পাকা কলায় কি থাকে ? এমাইল এসিটেট
2.    পাকা আনারসে কি থাকে ? ইথাইল এসিটেট
3.    পাকা কমলায় কি থাকে ? অকটাইল এসিটেট
4.    টমেটোতে কোন এসিড থাকে ? ম্যালিক এসিড
5.    লেবুর রসে কোন এসিড থাকে ? সাইট্রিক এসিড
6.    আপেলে কোন এসিড থাকে ? ম্যালিক এসিড
7.    তেঁতুলে কোন এসিড থাকে ? টারটারিক এসিড
8.    আমলকিতে কোন এসিড থাকে ? অক্সালিক এসিড
9.    আঙ্গুরে কোন এসিড থাকে ? টারটারিক এসিড
10.  কমলালেবুতে কোন এসিড থাকে ? এসকরবিক এসিড
11.  দুধে কোন এসিড থাকে ? ল্যাকটিক এসিড
12.  কচু খেলে গলা চুলকায় কেন ? কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
13.  রেকটিফাইড স্পিরিট কি ? 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
14.  ডিডিটির পূর্ণরূপ কি ? ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন
15.  টিএনটির পূর্ণরুপ কি ? ট্রাই নাইট্রো টলুইন
16.  সাবানের রাসায়নিক নাম কি ? সোডিয়াম স্টিয়ারেট
17.  টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? সোডিয়াম মনোগ্লুটামেট
18.  পেট্রোলের অপর নাম কি ? গ্যাসোলিন
19.  সিরকায় কোন এসিড থাকে ? এসিটিক এসিড
20.  একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
21.  বেকিং পাউডার কি ? সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
22.  লাফিং গ্যাস কি ? নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
23.  দার্শনিকের উল কি ? জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
24.  সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? জিংক
25.  কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? এন্টিমনি
26.  বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? কার্বন
27.  নির্বোধের সোনা কি ? আয়রণ ডি সালফাইড
28.  সবচেয়ে সক্রিয় ধাতু কি ? পটাসিয়াম
29.  স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? গ্লিসারিন
30.  কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? জার্মান বিজ্ঞানী উহলার
31.  বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? সালফান
32.  প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? এমোনিয়ার
33.  একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34.  জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
35.  কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
36.  কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
37.  মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ১২ টি
38.  কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ৭৮টি
39.  গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ৬০টি
40.  ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ২৪ টি
41.  ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ২২টি
42.  মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ৭৮টি
43.  ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ৫৪টি
44.  DNA তে কি থাকে না ? ইউরাসিল থাকে না ।
45.  RNA এর প্রধান কাজ কি ? প্রোটিন তৈরী
46.  RNA তে কি থাকে না ? থায়ামিন থাকে না ।
47.  মানবদেহে জিনের সংখ্যা কত ? ৪০০০০
48.  ভাইরাসজনিত রোগগুলো কি কি ? হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।
49.  ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ? কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50.  মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? জেরোফাইট
51.  সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52.  টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ভয় পেলে টিকটিকির লেজ খসে
53.  বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? Sea Wasp বা সমুদ্র বোলতা
এরা একধরনের জেলী ফিস
54.  এমিবা শব্দের অর্থ কি ? সর্বদা পরিবর্তনশীল
55.  প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? প্রথম প্রাণী
56.  কোন পশু শব্দ করতে পারেনা ? জিরাফ
57.  নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? গোলকৃমি
58.  রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ? টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
59.  মস্তিস্কের পর্দার নাম কি ? মেনিনজেস
60.  হৃদপিন্ডের পর্দার নাম কি ? পেরিকার্ডিয়াম
61.  ফুসফুসের পর্দার নাম কি ? প্লুরা
62.  যকৃতের পর্দার নাম কি ? গ্লিসনস ক্যাপসুল
63.  অস্থির পর্দার নাম কি ? পেরি অস্টিয়াম
64.  তরুণাস্থির পর্দার নাম কি ? পেরিকার্ডিয়াম
65.  স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? নিউরন
66.  রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? নেফ্রন
67.  কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? অস্থি
68.  যকৃতের গাঠনিক একক কি ? হেপাটোসাইট
69.  মাংসপেশীর গাঠনিক একক কি ? মায়োসাইট
70.  ফুসফুসের গাঠনিক একক কি ? এলভিওলাই
71.  মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ৬০% থেকে ৭০%
72.  মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? হাইপোথ্যালামাস
73.  কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? অগ্ন্যাশয় রস
74.  মানুষের লালায় কোন এনজাইম থাকে ? টায়ালিন
75.  কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? রেনিন
76.  HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? প্যারাইটাল কোষ
77.  দুধ দাঁত কয়টি ? ২০ টি
78.  ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ৬ মিটার
79.  পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? বিলিরুবিন
80.  বিলিরুবিন কোথায় তৈরী হয় ? প্লিহায়
81.  মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? উভোত্তল
82.  একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? প্রায় ১০ লক্ষ
83.  মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ২০৬ টি
84.  রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? O
85.  রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? AB
86.  একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? দেহের ওজনের ৭ শতাংশ
87.  আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? কোয়াশিয়রকর
88.  কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ভিটামিন সি
89.  কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ভিটামিন এ
90.  কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ? ভিটামিন বি
91.  কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? ভিটামিন ডি
92.  নিউমোনিয়া ও যক্ষা কোথায় হয় ? ফুসফুস
93.  ডিপথেরিয়া কোথায় হয় ? গলায়
94.  পাইরিয়া কোথায় হয় ? দাঁতের মাড়ি
95.  দুধের প্রোটিনের নাম কি ? কেসিন
96.  ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ? পটাসিয়াম
97.  বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? 0.01 mg/L
98.  পৃথিবীর স্বাদু পানির কত শতাংশ লবণাক্ত ? ৯৭%
99.  পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ? বৃহস্পতি
100.               কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? শনি
101.               পৃথিবীর বয়স কত ? আনুমানিক ৪৫০ কোটি বছর ।
102.               পৃথিবীর ব্যসার্ধ কত ? 6434 কিমি
103.               পৃথিবীর আকার গোল এই ধারণা কার ? পিথাগোরাসের
104.               অপসুর কি ? ৪ জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বাধিক হয় । এ অবস্থাকে অপসূর বলে ।
105.               অনুসুর কি ? ৩ জানুয়ারি সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হয় । এ অবস্থাকে বলে অনুসুর ।
106.               কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ? ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর
107.               উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে ? ২১ জুন
108.               উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে ? ২২ ডিসেম্বর
109.               ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় ? অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহানসের বিটা কোষ থেকে ।